You will be redirected to an external website

দুর্নীতির দালাল! তৃণমূল বিধায়কের বাড়িতে হানা ইডির !

দুর্নীতির-দালাল!-তৃণমূল-বিধায়কের-বাড়িতে-হানা--ইডির-!

জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা! সংগৃহীত ছবি

সপ্তাহখানেক আগেই দুয়ারে সরকার ক্যাম্পে তাঁকে চোর বলেছিলেন এক বৃদ্ধ। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার চাকরির দালাল কৌশিক ঘোষকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করছেন গোয়েন্দারা।

এ দিন দুপুরে বড়ঞার আন্দি গ্রামে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সময়ে মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও পৌঁছে তল্লাশি শুরু করে সিবিআই-এর অন্য একটি দল৷সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েও তৃণমূল বিধায়ক তা ফেরত দেননি বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কৌশিক ঘোষকে জেরা করে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে সিবিআই এদিন হানা গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এর আগেই ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে বড়ঞার তৃণমূল বিধায়কের নাম শোনা গিয়েছিল। টাকা নিয়ে চাকরি দিতে না পারায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা ফের দেওয়ার কথাও জানিয়ছিলেন তৃণমূল বিধায়ক। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। আজকের এই সিবিআই হানা নিয়ে এখনও তৃণমূল বিধায়ক বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Nababarsha:খাদ্যরসিক-বাঙালির-পাতে-ইলিশ,-কচি-পাঁঠা?-ছেঁকা-বাজারে Read Next

Nababarsha:খাদ্যরসিক বাঙালির প...