You will be redirected to an external website

ফিরহাদের দফতরে CBI হানা, রাজ্যের ১৪টি পুরসভাতে চলছে তল্লাশি

ফিরহাদের দফতরে CBI হানা

পুর দফতর ছাড়াও একাধিক পুরসভায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই পুরসভাগুলির মধ্যে রয়েছে টিটাগড়, শান্তিপুর, পানিহাটি, দক্ষিণ দমদম, হালিশহর ,বরানগর, টাকি পুরসভা।

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভায় নাম উঠে এসেছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত অয়ন শীলের সূত্রে ধরে এই পুরসভারগুলির নাম উঠে এসেছে। তা খতিয়ে দেখতে বুধবারের এই তল্লাশি বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।  এই তদন্তে চুঁচুড়ায় জগুদাস লেনের অয়ন শীলের ফ্ল্যাটে হানা দেয় পাঁচ সদস্যের সিবিআই প্রতিনিধি দল।

এ দিন সকাল ১১টা নাগাদ টিটাগড় পুরসভায় সিবিআই আধিকারিকরা হাজির হন। সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানদের একটি গাড়ি। সূত্রের খবর পুরসভার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথাও বলেন সিবিআই আধিকারিকরা। জানতে চান, এই দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর। পাশাপাশি পুরসভাতে তল্লাশিও চালানো হয়।

সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক মৌলিকে জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়াও পুরসভার একাধিক আধিকারিককে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-অপেক্ষার-আর-৪৮-ঘণ্টা,-কেরলে-ঢুকছে-বর্ষা,-রাজ্যে-স্বস্তির-কবে? Read Next

Weather: অপেক্ষার আর ৪৮ ঘণ্টা, ...