You will be redirected to an external website

Recruitment Scam: এবার কোচবিহার, ৩০ প্রাথমিক শিক্ষককে একসঙ্গে তলব CBI-এর

Recruitment-Scam:-এবার-কোচবিহার,-৩০-প্রাথমিক-শিক্ষককে-একসঙ্গে-তলব-CBI-এর

৩০ প্রাথমিক শিক্ষককে একসঙ্গে তলব CBI-এর

মেদিনীপুর,মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহারের তিরিশ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে তাঁদের। সম্প্রতি গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। বুধবার বাঁকুড়ায় চাকরি পেয়েছেন এমন সাতজনকে তলব করা হয়েছিল। 

কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছিল অর্থের বিনিময়ে রাজ্যের কোথায়-কোথায় চাকরি চুরি হয়েছে তা খুঁজে বের করতে হবে। অগস্টের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই কারণে গোটা রাজ্যের প্রতিটি জায়গাতেই এই ধরনের শিক্ষকদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, কোচবিহারের এই তিরিশ জন শিক্ষক ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন। তাঁদের চাকরি হয়। এখন প্রশ্ন উঠছে, এই চাকরিগুলি অর্থের বিনিময়ে হয়েছে কি না, কোনও গলদ রয়েছে? এই বিষয়টিই তদন্তকারী সংস্থা খুঁজে বের করতে চাইছেন। সিবিআই-এর ডাক পাওয়া প্রত্যেক শিক্ষককেই মাধ্যমিক থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত যত নথি রয়েছে সমস্ত কিছু নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-রাজ্যে-ফের-জারি-কমলা-সতর্কতা,পশ্চিমী-ঝঞ্ঝা-রয়েছে-উত্তর-পশ্চিম-ভারতে Read Next

Weather: রাজ্যে ফের জারি কমলা ...