You will be redirected to an external website

দমকল মন্ত্রী সুজিত বসুকে সিবিআইয়ের ডাক,৩১ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব

দমকল-মন্ত্রী-সুজিত-বসুকে-সিবিআইয়ের-ডাক,৩১-অগস্ট-জিজ্ঞাসাবাদের-জন্য-তলব

দমকল মন্ত্রী সুজিত বসুকে সিবিআইয়ের ডাক

আগামী ৩১ অগস্ট তাঁকে ডেকে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পুর নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রেই তাঁকে ডাক পাঠানো হল বলে সিবিআই সূত্রে খবর।

সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয় বলে দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে সিবিআই।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ নিয়োগ মামলায় অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। ইডির তরফে দাবি করা হয়, অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট (উত্তরপত্র) পাওয়া গিয়েছে। ইডি সূত্রে এ-ও জানা যায়, জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন যে, বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি মোট ২০০ কোটি টাকা তুলেছিলেন। এর পরেই আতশকাচে আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। পুর নিয়োগে দুর্নীতির তদন্তের ভার সিবিআইকে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

India:-বিশ্বকাপ-শুরুর-আগেই-ইংল্যান্ডের-বিরুদ্ধে-নামছে-ভারত Read Next

India: বিশ্বকাপ শুরুর আগেই ই...