নোটিস দিতে এসে অভিষেকের বাড়িতে হুমকি CBI-এর!
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই। অভিষেকের বাড়িতে সেই নোটিস দিতে দিয়ে হুমকি দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা, এমনই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ অন্যান্য আপ নেতারা। যৌথ সাংবাদির সম্মেলনে কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁর উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়াকে টেনে হেঁচড়ে আদালতে উপস্থিত করা হয়েছিল। যা একজন মন্ত্রীর পক্ষে অত্যন্ত অবমাননাকর বলে দাবি করেছেন কেজরিওয়াল। উল্লেখ্য, আবগারি কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। কেজরির অভিযোগের পরই সিবিআইয়ের ‘ধমক-চমক’ নিয়ে সুর চড়ান মমতা।
তাঁর কথায়, আড়াইটের সময় অভিষেকের বাড়িতে হানা দেয় সিবিআই। তখন বাঁকুড়াতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরেও সিবিআই আধিকারিকরা হুমকি দিয়ে বলেন, “এখনই নোটিস নিতে হবে। না হলে কাল দেখতে পাবেন কী হয়।” এমনই অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।