You will be redirected to an external website

Kurmi Protest:মধ্যরাত্রিতে সিআইডির হাতে গ্রেপ্তার প্রভাবশালী নেতা!

কৌশিক মাহাতোকে গ্রেফতার করে সিআইডি। সংগৃহীত ছবি

বৃহস্পতিবার গভীর রাতে কৌশিক মাহাতোকে গ্রেফতার করে সিআইডি। অভিষেকের কনভয়ে আক্রমণের ঘটনায় সব মিলিয়ে ১১ জনকে গ্রেফতার করল সিআইডি।গত শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয় ।ঝাড়গ্রামে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা। ধৃতের নাম কৌশিক মাহাতো, কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ১১।

ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হওয়া কুড়মি নেতাকে সিআইডি হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবার মধ্যরাতে কুড়মি নেতা কৌশিক মাহাতোকে গ্রেফতার করে সিআইডি।শুক্রবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে সিআইডির তরফে ঘটনার তদন্তের জন্য কুড়মি নেতাকে আট দিনের জন্য হেফাজত নেওয়ার আবেদন করে সিআইডি। তাঁর ৬ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেছে আদালত। জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। মামলার এফআইআর কপিতে নাম ছিল কৌশিকের। 

অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সরকারি আইনজীবী প্রশান্ত রায় বলেন, 'ইস্ট সিংভূম চাকুলিয়া থানার বড়কলা গ্রাম থেকে সিআইডি কৌশিককে গ্রেফতার করেছে। তাঁকে আদালতে তোলা হলে সিআইডি ৮ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানালে বিচারক ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।'

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ধ্বংসস্তূপ-সরিয়ে,-লাইন-সারিয়ে-কবে-স্বাভাবিক-হতে-পারে-ট্রেন-চলাচল? Read Next

ধ্বংসস্তূপ সরিয়ে, লাইন স...