You will be redirected to an external website

কটকের হাসপাতালে কার ওপর আঙুল তুললেন মুখ্যমন্ত্রী!

কটকের হাসপাতালে মমতা! সংগৃহীত ছবি

ওডিশার কটকে এসে গত শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মমতা এদিন বলেছেন, ওডিশা ও পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে কাজ করছে। তাঁরা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ১০৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং ৯৭ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৩১ জন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সত্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, "ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছেন, সত্য প্রকাশ্যে আসা দরকার।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ফের এক্সপ্রেস ট্রেনে ধো...