You will be redirected to an external website

Mamata Banerjee: আম্বানিদের বিয়েতে যোগ দিতে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, সারবেন রাজনৈতিক বৈঠকও

Mamata-Banerjee:-আম্বানিদের-বিয়েতে-যোগ-দিতে-মুম্বই-সফরে-মুখ্যমন্ত্রী,-সারবেন-রাজনৈতিক-বৈঠকও

আম্বানিদের বিয়েতে যোগ দিতে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে আগেই জানা গিয়েছিল মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই মতো বৃহস্পতিবার নির্ধারিত সময়েই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইতে তিনদিনের এই সফরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা।

দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি মুম্বই যাচ্ছি। মুকেশ জির ছেলের বিয়ে। বারবার করে ওঁরা আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্যই আমি যাচ্ছি। আগামিকাল অর্থাৎ শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর একটি রাজনৈতিক বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মমতা।

প্রসঙ্গত, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে ঘিরে সাজ সাজ রব মুম্বইতে। দেশ-বিদেশ থেকে আসছেন অতিথি অভ্যগতরা। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সৌজন্যের নিরিখে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rain-Forecast:-আরও-বাড়বে-বৃষ্টি,-১৪-তারিখ-দক্ষিণবঙ্গে-ভাল-বৃষ্টির-সম্ভাবনা-থাকছে Read Next

Rain Forecast: আরও বাড়বে বৃষ্টি, ...