You will be redirected to an external website

সিটি স্ক্যান করানো হল বুদ্ধদেব ভট্টাচার্যের, ডানদিকের ফুসফুসে সংক্রমণের মাত্রা বেশি

সিটি-স্ক্যান-করানো-হল-বুদ্ধদেব-ভট্টাচার্যের,-ডানদিকের-ফুসফুসে-সংক্রমণের-মাত্রা-বেশি

সিটি স্ক্যান করানো হল বুদ্ধদেব ভট্টাচার্যের

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। কিন্তু এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। শুক্রবার থেকেই বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্টের সমস্যাও বেড়ে যায়। শনিবার এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি।

সব ঠিক থাকলে আজ‌ই ভেন্টিলেশন থেকে বার করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। সংক্রমণের মাত্রা কমেছে।প্রাক্তন‌ মুখ্যমন্ত্রীর ফুসফুসের দু’দিকেই সংক্রমণ রয়েছে। ফুসফুসের ডানদিকে সংক্রমণের মাত্রা বেশি। বিছানায় শোওয়ার অবস্থান বদল করে চিকিৎসা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্বরের মাত্রা কমেছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুপুর ১২টায় মেডিক্যাল বোর্ডের বৈঠক।

সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন তার ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কি না।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অভিষেকের-ডাকা-বিজেপি-নেতাদের-বাড়ি-ঘেরাও-কর্মসূচিতে-স্থগিতাদেশ-দিল-হাই-কোর্ট Read Next

অভিষেকের ডাকা বিজেপি নে...