You will be redirected to an external website

যুবকদের উন্নয়নে উদ্যোগ, ‘মেরা যুবা ভারত’ গঠনে অনুমোদন মন্ত্রিসভার

যুবকদের-উন্নয়নে-উদ্যোগ,-‘মেরা-যুবা-ভারত’-গঠনে-অনুমোদন-মন্ত্রিসভার

মেরা যুবা ভারত’ গঠনে অনুমোদন মন্ত্রিসভার

জাতীয় যুবনীতি তৈরি বাম যুব সংগঠনের দীর্ঘদিনের দাবি। সেই দাবিকে মান্যতা দিয়েই এবার স্বায়ত্ব শাসিত সংস্থা ‘মেরা যুবা ভারত’ গঠনের সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘মেরা যুবা ভারত’ গঠনে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই সংস্থার কাজ হবে অভিজ্ঞতামূলক শিক্ষার মাধ্যমে যুব নেতৃত্বের দক্ষতা উন্নত করা। যুবকদের সামাজিক উদ্ভাবক হিসাবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণের পাশাপাশি তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করতে উদ্যোগ নেওয়া। যুব নেতৃত্বের উন্নয়নে সরকারের কাছে প্রকল্পের প্রস্তাব দেওয়া। 

এছাড়াও কেন্দ্রীয় যুব ডেটা বেস তৈরি করবে। সেই ডেটা বেস মারফৎ যুবকদের পরিস্থিতি সহজেই জানতে পারবে কেন্দ্রীয় সরকার। সেইমতো প্রকল্পের পরিকল্পনা করা হবে। এছাড়াও দেশের ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে ফ্রান্স-সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রথমবার,-কালীঘাটে-মুখ্যমন্ত্রীর-বাড়িতে-মন্ত্রিসভার-বৈঠক Read Next

প্রথমবার, কালীঘাটে মুখ্...