You will be redirected to an external website

১২০০ ফুট উঁচুতে ছয় শিশু-সহ আট যাত্রীকে নিয়ে থমকে গেল ‘কেব্‌ল কার’!

১২০০-ফুট-উঁচুতে-ছয়-শিশু-সহ-আট-যাত্রীকে-নিয়ে-থমকে-গেল-‘কেব্‌ল-কার’!

ছয় শিশু-সহ আট যাত্রীকে নিয়ে থমকে গেল ‘কেব্‌ল কার’!

আট জনকে নিয়ে ১২০০ ফুট উঁচুতে আটকে গেল একটি ‘কেব্‌ল কার’। আর এই ঘটনাকে ঘিরে হুলস্থুল পড়ে গেল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। তাদের মধ্যে ছয় শিশুও রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। 

সংবাদ সংস্থা এএফপিকে খাইবার পাখতুনখোয়ার এক প্রশাসনিক আধিকারিক আব্দুল বশিত খান জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। ‘কেব্‌ল কার’টি যখন মাঝপথে, সেই সময়েই এই ঘটনাটি ঘটেছে। যে তারে ‘কেব্‌ল কার’টি ছিল সেই তারে সমস্যা দেখা দেওয়ার কারণে এই ঘটনা বলে দাবি এক ইঞ্জিনিয়ারের।

উদ্ধারকাজের জন্য দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থাকে ডাকা হয়। সাহায্যে নেওয়া হয়েছে সেনা হেলিকপ্টারেরও। বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, হাজার ফুটেরও বেশি উচ্চতায় আচমকাই একটি ‘কেব্‌ল কার’ আটকে যাওয়ায় আতঙ্ক ছড়ায় আটক যাত্রীদের মধ্যে। আটকে পড়া যাত্রীদের ওই দলে রয়েছে কয়েক জন স্কুলপড়ুয়াও। উদ্ধারকারী দল জানিয়েছে, যে জায়গায় ‘কেব্‌ল কার’টি আটকে গিয়েছে, সেটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। মাটি থেকে উচ্চতাও অনেক বেশি। ফলে উদ্ধারকাজে একটু সময় লাগছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Chandrayaan-3:-‘শেষ-১৫-মিনিট’,-বুধ-সন্ধ্যায়-চাঁদ-ছোঁয়ার-অপেক্ষায়-ইসরো Read Next

Chandrayaan-3: ‘শেষ ১৫ মিনিট’, বুধ ...