You will be redirected to an external website

Kaustav Bagchi: গ্রেফতার কৌস্তভ বাগচী, ‘নৈতিক জয়’ বললেন হাইকোর্টের আইনজীবী

Kaustav-Bagchi:-গ্রেফতার-কৌস্তভ-বাগচী,-‘নৈতিক-জয়’-বললেন-হাইকোর্টের-আইনজীবী

গ্রেফতার কৌস্তভ বাগচী

প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হল কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে। শনিবার ভোরেই তাঁর বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করার কারণেই এভাবে তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি আইনজীবীর। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন, আমি ভাবিনি। এটা তো আমার নৈতিক জয়।’ আইনের পথেই আগামিদিনে রাজ্য প্রশাসের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন কৌস্তভ। তিনি জানিয়েছেন, তাঁর সাংবাদিক বৈঠকে করা মন্তব্যের কারণে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সে কারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। এই ঘটনার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে বলে জানিয়েছে যুব কংগ্রেস। এদিন সকালে তাঁর বাড়িতে পৌঁছে যান যুব কংগ্রেসের কর্মীরা।

শনিবার রাত ৩ টে নাগাদ তাঁর বাড়িতে হাজির হয় বটতলা থানার পুলিশের একটি টিম। সকাল ৮ টা নাগাদ গ্রেফতার করে বটতলায় থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এদিন পুলিশের গাড়িতে কৌস্তভকে তোলার সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত কংগ্রেস কর্মীদের।

তল্লাশি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন কৌস্তভ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলাতেই তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘রাত ৩ টেয় এমনভাবে পুলিশ এসে উপস্থিত হয়েছে, যেন আমি কোনও সন্ত্রাসবাদী, কোনও বিস্ফোরণ ঘটিয়েছি। তবে পুলিশও নিরুপায়। ওদের কিছু করার নেই। নেত্রী যে এভাবে আমাকে ভয় পাবেন, আমি ভাবিনি।’ আইনজীবী আরও বলেন, ‘আজ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই শুরু হল। লড়াই হবে আইনি পথেও। আমার নাম কৌস্তভ বাগচী, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই।’ ‘রাতের ঘুম উড়িয়ে দেব’, বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Anubrata-Mondal:‘কখন-পাঠাবেন’-কেষ্টকে?-জানতে-চেয়ে-জেলকে-চিঠি-ইডির! Read Next

Anubrata Mondal:‘কখন পাঠাবেন’ কেষ...