You will be redirected to an external website

Power Cut: মরুশহরকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ছে কলকাতার গরম, ‘রেকর্ড’ চাহিদা বিদ্যুতেরও!

Power-Cut:-মরুশহরকে-টেক্কা-দিয়ে-রেকর্ড-গড়ছে-কলকাতার-গরম,-‘রেকর্ড’-চাহিদা-বিদ্যুতেরও!-

মরুশহরকে টেক্কা দিয়ে রেকর্ড গড়ছে কলকাতার গরম

অন্য দিকে, রেকর্ড তৈরি হচ্ছে বিদ্যুতের চাহিদাতেও! সূত্রের খবর, সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা— দুই এলাকাতেই শুক্রবার বিদ্যুতের চাহিদা ছিল সর্বকালীন চাহিদার নিরিখে শীর্ষে। এর পরেও অবশ্য সিইএসসি এবং বণ্টন সংস্থার কর্তারা বিদ্যুতের জোগানে ঘাটতি নেই বলে দাবি করেছেন। যদিও নাগরিকদের বড় অংশেরই অভিযোগ, বিদ্যুৎ-বিভ্রাটে প্রতিদিনই ভুগতে হচ্ছে তাঁদের। তীব্র গরমে যখন-তখন চলে যাচ্ছে বিদ্যুৎ। কখনও ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে বসে ঘেমে স্নান করতে হচ্ছে। ‌সাহায্য চেয়ে ফোন করলেও সুরাহা মিলছে না।

শনিবার এই পরিস্থিতির বদল চেয়ে পথ অবরোধ করেন বেলগাছিয়া লাল ময়দান এলাকার বাসিন্দারা। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা বেলগাছিয়া সেতুর কাছে মূল রাস্তায় বসে পড়েন। যার জেরে তীব্র যানজট তৈরি হয় ওই এলাকায়। পাশের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে বেগ পেতে হয় রোগী ও তাঁদের পরিজনদের। সকাল সাড়ে ৯টা নাগাদ পুলিশ কোনও মতে বুঝিয়ে অবরোধ তোলে। মহম্মদ এতেশাম নামে এক অবরোধকারীর অভিযোগ, ‘‘গত তিন দিন ধরে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে আমাদের এলাকায়। সিইএসসি-কে বার বার ফোন করেও লাভ হচ্ছে না।’’ তাঁর দাবি, গত বছরও একই অবস্থা হয়েছিল। সাধারণ মানুষ ভুগছেন দেখে রাজনৈতিক নেতারা এলাকায় একটি জেনারেটর রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন। 

 অনেকেই দ্রুত প্রতিকার না পেলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। বেলগাছিয়া মিল্ক কলোনির এক বাসিন্দার আবার অভিযোগ, ‘‘আমার বয়স্ক মাকে দিনে চার বার নেবুলাইজ়ার নিতে হয়। বেলা ১১টায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। নেবুলাইজ়ারে দেওয়া ওষুধ তখন অর্ধেক ব্যবহার করা গিয়েছে। পরে যত ক্ষণে বিদ্যুৎ এসেছে, তখন আর নেবুলাইজ়ারের ওষুধ ব্যবহার করার সুযোগ ছিল না।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অসমের-শোনিতপুরে-হাতির-হামলায়-মৃত্যু-দুই-বনরক্ষী-সহ-তিন-জনের Read Next

অসমের শোনিতপুরে হাতির হ...