ডেঙ্গি নিয়ে যে কোনও প্রয়োজনে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করুন
রবিবার সকালে জেলাশাসকদের সঙ্গে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের দীর্ঘ ভার্চূয়াল বৈঠকের পর একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে নবান্ন থেকে। সঙ্গে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আমলা সংবাদমাধ্যমের মুখোমুখিও হন। সাংবাদিক বৈঠকেই স্বরাষ্ট্রসচিব ডেঙ্গি হলে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন। সঙ্গে জানান, পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য প্রশাসন সব রকম পদক্ষেপ করেছে। তবে ডেঙ্গি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনেও ফোন করতে পারেন।
স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘ডেঙ্গি হলে সরকারি হাসপাতালে যান। আর যদি দেখেন, খুবই এমার্জেন্সি, কী করবেন ঠিক করে উঠতে পারছেন না, তা হলে 'সরাসরি মুখ্যমন্ত্রী' পরিষেবায় ফোন করে সমস্যার কথা জানান। আপনারা অভিযোগ জানালেই পদক্ষেপ নেওয়া হবে।’’ তাঁর দাবি, ‘‘এখন দেড় হাজার ডেঙ্গি আক্রান্ত সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
পরামর্শ হিসাবে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘‘এখন অনেকের ভাইরাল জ্বর হচ্ছে। তাই জ্বর হলেই পরীক্ষা করান। আর ডেঙ্গি হলে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন।’’ তিনি আরও বলেন, ‘‘ডেঙ্গি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে সচেতনতা বাড়াতেই সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। কোনও সমস্যার কথা জানলেই পদক্ষেপ নেওয়া হবে।’’ এই সময় রক্তের সঙ্কট দেখা দিলে প্রশাসন কী করবে, তা-ও জানিয়েছেন গোপালিকা। তিনি বলেছেন, ‘‘রক্তের সঙ্কট নিয়ে ব্লাড ব্যাঙ্কগুলির সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারি হাসপাতালে তারা পর্যাপ্ত পরিমাণে রক্ত দিতে পারবে।