You will be redirected to an external website

World Cup 2023: রবিবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন হার্দিক?

World-Cup-2023:-রবিবার-কি-ইংল্যান্ডের-বিরুদ্ধে-খেলতে-পারবেন-হার্দিক?

রবিবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। পুণে থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর হাসপাতালে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। আগামী রবিবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি?

হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট লাগার পরের দিন শুধু জানানো হয়েছিল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। হার্দিকের পরিবর্ত ক্রিকেটারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদনও করেনি বিসিসিআই।

বিসিসিআই নির্দিষ্ট ভাবে কিছু না জানালেও, সূত্রের খবর হার্দিক মাঠে নামার জন্য তৈরি। আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘ওর পা মুচকে গিয়েছিল। তার বেশি কিছু নয়। উদ্বেগের কিছু নেই।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Rahul-Debadrita:-দশমীতেই-দেবাদৃতার-সঙ্গে-সম্পর্কের-কথা-সামনে-আনলেন-রাহুল Read Next

Rahul-Debadrita: দশমীতেই দেবাদৃতা...