You will be redirected to an external website

স্কুলে দেখা নেই শিক্ষকদের, ছাত্রছাত্রীর জায়গায় ক্লাসরুম দখল গবাদি পশুদের!

স্কুলে-দেখা-নেই-শিক্ষকদের,-ছাত্রছাত্রীর-জায়গায়-ক্লাসরুম-দখল-গবাদি-পশুদের!

ছাত্রছাত্রীর জায়গায় ক্লাসরুম দখল গবাদি পশুদের

তালাবন্ধ রয়েছে স্কুল। আর ছাত্রছাত্রীর বদলে গবাদি পশু রাখার জায়গা হয়ে উঠেছে সেই বিদ্যালয়। শিক্ষকরা না আসাতেই এমনই পরিস্থিতি দক্ষিন ২৪ পরগনা (South 24 Parganas) জেলার সাগর ব্লকের রামকর চর গ্রাম পঞ্চায়েতের মায়াপুর জুনিয়র হাইস্কুলে, অভিযোগ অভিভাবকদের। গ্রামবাসীদের দেওয়া জমি ও তাঁদের পরিশ্রমে তৈরি হয়েছিল এই স্কুল।

২০১৪ সালে শুরু হয় এই স্কুল। শুরুতে ৭৫ জন ছাত্রছাত্রী ছিল। তখন শিক্ষক ও শিক্ষিকা থাকলেও পরে তাঁরা বদলি হয়ে যান। গ্রামবাসীদের অভিযোগ, মনোরঞ্জন মন্ডল প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর স্কুলের আরও অবনতি হয়। তার কারণ তিনি নিজেই প্রায় প্রতিদিন অনুপস্থিত থাকেন। শিক্ষকরা না আসার ফলে বন্ধ হয়ে যায় পঠন পাঠন। বাধ্য হয়ে ছেলেমেয়েদের অন্য স্কুলে ভর্তি করা হয়।

সেই থেকে তালাবন্ধ অবস্থাতেই পড়ে আছে এই স্কুল। এই বিষয়ে জমিদাতা পরিবারের সদস্য তাপসী দাস বলেন, “স্কুল না হলে আমাদের জায়গা ফেরত দেওয়া হোক, তা না হলে জায়গার মুল্য দেওয়া হোক”। অভিভাবক ও গ্রামের বাসিন্দা ভিগুরাম দাস, দিলীপ বইড়া দুজনেই জানান স্কুল চালু হোক। সরকার পদক্ষেপ নিক।

এই বিষয়ে গ্রামের উপপ্রধান পারুই বইড়া বলেন, “আমার ছেলেও এই স্কুলেই পড়ত। কিন্তু শিক্ষকরা না আসায় অন্য স্কুলে ভর্তি করতে হয়েছে ছেলেকে”। স্কুলের প্রাক্তন ছাত্রী সংগীতা গিরির অভিযোগ, “শিক্ষকরাই আসতেন না। ক্লাস না হওয়ায় অন্য স্কুলে ভর্তি হয়েছি”। রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার বাড়ির এলাকাতেই এই স্কুল। তার উদ্যোগে এই স্কুল চালু হয়েছিল। বর্তমানে স্কুলের এই হাল হওয়ায় রাজ্য সরকারকে বিঁধেছেন BJP নেতা অরুনাভ দাস। তার বক্তব্য, “এটা লজ্জার বিষয়। প্রধান শিক্ষক শাসকদলের মদতপুষ্ট, তাই বাড়ি বসে বসে মাইনে পাচ্ছেন”।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সোনু-নিগমের-উপর-হামলা-মুম্বইয়ে,-আহত-হয়ে-হাসপাতালে-শিল্পীর-বন্ধু-রব্বানি Read Next

সোনু নিগমের উপর হামলা মু...