You will be redirected to an external website

ইজ়রায়েলে আটকে থাকা ২১২ ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র!

ইজ়রায়েলে-আটকে-থাকা-২১২-ভারতীয়কে-দেশে-ফেরাল-কেন্দ্র!

ইজ়রায়েলে আটকে থাকা ২১২ ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র..ছবি: সংগৃহীত।

যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ইজ়রায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম বিমানটি ছাড়ে।

ভারতীয় দূতাবাসের তরফে ইজ়রায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের জন্য প্রথম ২১২ জনকে ইজ়রায়েল থেকে ফিরেয়ে এনেছে কেন্দ্র।

প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজ়রায়েলের সংঘাত শুরু হয়েছে। তার পরেই ইজ়রায়েলে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করেছে এয়ার ইন্ডিয়া। ১৪ অক্টোবর বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বিমান সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। জেরুসালেম, তেল আভিভ-সহ ইজ়রায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি কর্মী। কেউ পরিষেবা ক্ষেত্রের। কেউ কেউ পড়ুয়া। তাঁদের উদ্ধার করে দেশে ফেরাতে পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

উচ্চশিক্ষার জন্য ইজ়রায়েলে ছিলেন ভারতীয় পড়ুয়া শুভম কুমার। শুক্রবার সকালে ভারতের মাটিতে পা দেওয়ার পর শুভম সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ইজ়রায়েলে আটকে পড়া অধিকাংশ পড়ুয়াই আতঙ্কিত ছিল। হঠাৎ ভারতীয় দূতাবাসের তরফে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Durga-Puja:-কলকাতায়-‘রামমন্দির’-উদ্বোধন-করবেন-খোদ-অমিত-শাহ Read Next

Durga Puja: কলকাতায় ‘রামমন্দির...