You will be redirected to an external website

Dengue: ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটছে রাজ্যে,ডেঙ্গি নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

Dengue:-ডেঙ্গিতে-মৃত্যুর-ঘটনা-ঘটছে-রাজ্যে,ডেঙ্গি-নিয়ে-রাজ্যকে-চিঠি-কেন্দ্রের

ডেঙ্গি নিয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের

বৃহস্পতিবারও ফের শহরে ডেঙ্গিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেসরকারি সূত্রে দাঁড়াল ৪৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও সংক্রমণ আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে সতর্ক করেছে বলেই সূত্রের খবর। 

জানা যাচ্ছে, এই মুহূর্তে ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হাসপাতালের শয্যা ও অন্যান্য পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে। ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত সংখ্যক প্লেটলেট মজুত রাখার জন্য অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজনের কথাও বলা হয়েছে।

এই প্রসঙ্গে শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর তুলনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক বেশি সচেতন। সে কারণে অন্যান্য রাজ্যের থেকে আমাদের রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার অনেক কম। অন্যান্য রাজ্যের থেকে আমাদের এখানে বেশি রক্তদান কর্মসূচি হয়। চিঠি দেওয়ার থেকে ময়দানে নেমে কাজ করা অনেক কঠিন।”

জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেলে বেলভিউয়ে মৃত্যু হয় দেব পোপাট (১৭) নামে এক কিশোরের। বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা হলেও মাস সাতেক ধরে সে পরিজনের সঙ্গে কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাড়িতে থাকত। কারণ, মাস সাতেক আগে দেবের ব্রেন টিউমার অস্ত্রোপচার হয়। চিকিৎসার সুবিধার জন্য সে ভবানীপুরে থাকত। গত ১৪ সেপ্টেম্বর ওই কিশোরের জ্বর আসে। পরের দিন পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। যে হাসপাতালে মস্তিষ্কের অস্ত্রোপচার হয়েছিল, সেখানেই ভর্তি করানো হয় ওই কিশোরকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে গত ২০ সেপ্টেম্বর বেলভিউয়ে ভর্তি করানো হয়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

রাজধানীর উদ্দেশে রওনা দ...