রাজ্য়ে সপ্তাহজুড়েই দুর্যোগের ভ্রুকুটি
রাজ্য়ে সপ্তাহজুড়েই দুর্যোগের ভ্রুকুটি। রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় ১৬ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। নাগাড়ে বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। এদিকে বৃষ্টিপাতের জেরে রাজ্যে ফিরবে স্বস্তিও। তাপমাত্রা একধাক্কায় ৪ ডিগ্রি কমে যেতে পারে।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ২৯ শতাংশ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার-এই জেলাগুলি ভিজতে পারে। কোনও কোনও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার এই বদলের কারণ পুবালি হাওয়া এবং পশ্চিমী হাওয়ার সংঘাত। ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সঙ্গে সক্রিয ঘূর্ণাবর্তও। ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে। এরই দরুন বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে। কোনও কোনও জেলায় ঝড়ের গতিবেগ বেশি থাকায় তা কালবৈশাখীর রূপ নিতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।