দক্ষিণের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার সকালের বুলেটিনে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই গরমের দাপট জারি থাকবে। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে ওই সব জেলায়। তবে শুক্রবার থেকে গরম খানিকটা কমতে পারে। কারণ শুক্র এবং শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে ক্ষণিকের বৃষ্টি সামান্য স্বস্তি আনতে পারে মেদিনীপুরে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। শনিবার ওই দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বিক্ষিপ্ত এই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে এখনই সামগ্রিক ভাবে স্বস্তির বার্তা দিতে পারছে না। কারণ আপাতত তাপমাত্রা কমার তেমন কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে ঠিকই, তবে তা বৃষ্টি হওয়ার জন্য যথেষ্ট হয়।