You will be redirected to an external website

বৃহস্পতিবারও শহরে বৃষ্টির সম্ভাবনা, সকাল থেকেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস!

বৃহস্পতিবারও-শহরে-বৃষ্টির-সম্ভাবনা,-সকাল-থেকেই-ঝোড়ো-হাওয়ার-পূর্বাভাস!-

বৃহস্পতিবারও শহরে বৃষ্টির সম্ভাবনা

বিকেলের দিকে তো বটেই, সকালেও শহর এবং লাগোয়া জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

বিকেলের দিকে শহরে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সময় সকলকে নিরাপদে স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে কলকাতা এবং দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বর্ষণেও কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা আরও একটু বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

হাওয়া অফিস সূত্রে বুধবারই জানানো হয়েছিল, বুধবার বিকেল বা সন্ধ্যা নাগাদ ঝড় উঠতে পারে কলকাতা এবং লাগোয়া এলাকায়। বুধবার বিকেলে শহর এবং শহরতলির নানা প্রান্তে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়। শহরে গত কয়েক দিন ধরে বেশ গরম অনুভূত হচ্ছে। খটখটে রোদে রাস্তায় বেরিয়ে হাঁপিয়ে উঠছেন সাধারণ মানুষ। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দাবাড়ুদের-নতুন-মঞ্চ-,বাংলার-দাবাতে-এবার-আসতে-চলেছে--নয়া-দিগন্ত-! Read Next

দাবাড়ুদের নতুন মঞ্চ ,বা...