শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে
শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উইকেন্ডে জমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত তৈরি হবে আগামিকাল, শুক্রবার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর এর পরোক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম। স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামিকাল বিকেল পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত শুক্রবারে। পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবারে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে মত আবহাওয়াবিদদের। এরপর এই সিস্টেম উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে এটি আরও শক্তি বাড়াবে বলে মত আবহাওয়াবিদদের। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং কর্ণাটক এলাকায়।
ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বর্ষার বিদায় পর্ব শুরু। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় নেবে। দেশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে।