You will be redirected to an external website

Chandrayaan-3 : পৌঁছেছে ইসরোর বিজ্ঞানী দল, দুপুরেই শুরু চন্দ্রযান-৩ এর কাউন্টডাউন

Chandrayaan-3-:-পৌঁছেছে-ইসরোর-বিজ্ঞানী-দল,-দুপুরেই-শুরু-চন্দ্রযান-৩-এর-কাউন্টডাউন

দুপুরেই শুরু চন্দ্রযান-৩ এর কাউন্টডাউন

১৪ জুলাই হবে চন্দ্রযান-৩ মিশন। তার একদিন আগে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-এর বৈজ্ঞানিক সচিব শান্তনু ভাটওয়াদেকর-সহ বিজ্ঞানীদের একটি দল বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটাচালাপাথি মন্দিরে পুজো দেন। তারপর তাঁরা বলেন, ‘এটি চাঁদে আমাদের মিশন চন্দ্রযান-৩। ১৪ জুলাই এটি লঞ্চ করা হবে। আজ দুপুর ১ টা থেকে শুরু হবে কাউন্টডাউন।”

ISRO বুধবার চন্দ্রযান-৩ মিশনের জন্য ‘মিশন রেডিনেস রিভিউ’ (MRR) করেছে। জাতীয় মহাকাশ সংস্থা একটি ট্যুইটে বলেছে, ‘MRR বোর্ড উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে কাউন্টডাউন শুরু করা হবে। 

চন্দ্রযান-৩ মিশনটি ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে লঞ্চ করা হবে এবং এর ল্যান্ডারটি ২৩ অথবা ২৪ অগাস্ট চন্দ্র পৃষ্ঠে ‘সফট ল্যান্ডিংয়’ অর্থাৎ ভাল ভাবে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। চন্দ্রযান-৩ মিশন হল চন্দ্রযান-২-এর একটি ফলো-আপ মিশন। চন্দ্রযান-২ মিশনটি ২০২৯ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। এটি চন্দ্রপৃষ্ঠে নিরাপদে অবতরণ করবে এবং প্রদক্ষিণ সম্পূর্ণ ক্ষমতা নিয়ে চাঁদকে প্রদক্ষিণ করবে বলে আশা করা হচ্ছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Panchayat-Election-:-ফের-পঞ্চায়েত-ভোট!-ফলপ্রকাশের-পরেই-বড়-ঘোষণা-নির্বাচন-কমিশনের Read Next

Panchayat Election : ফের পঞ্চায়েত ভোট...