You will be redirected to an external website

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যোগ দিলেন বিজেপিতে !

চরণজিৎ কে স্বাগত জানিয়েছেন নাড্ডা ! সংগৃহীত ছবি

ভারতীয় জনতা পার্টি -তে যোগ দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন অধ্যক্ষ চরণজিৎ সিং আটওয়াল। শুক্রবার সকালে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন চরণজিৎ সিং আটওয়াল। গেরুয়া শিবিরে চরণজিৎ সিং আটওয়ালকে স্বাগত জানিয়েছেন নাড্ডা।

কংগ্রেসের সন্তোখ সিং চৌধুরীর বিরুদ্ধে জলন্ধর কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় গেরুয়া শিবিরে চরণজিৎ সিং আটওয়ালকে স্বাগত জানিয়েছেন নাড্ডা। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন চরণজিৎ ।

২০০৪-২০০৯ সাল পর্যন্ত লোকসভার ডেপুটি স্পিকার ছিলেন চরণজিৎ এবং দু'বার পঞ্জাব বিধানসভার স্পিকার ছিলেন। তিনি কংগ্রেসের সন্তোখ সিং চৌধুরীর বিরুদ্ধে জলন্ধর কেন্দ্র থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চরণজিৎ, যিনি একসময় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অন্য-রূপে-চাঁদ,কখন-দেখা-যাবে-চন্দ্রগ্রহণ? Read Next

অন্য রূপে চাঁদ,কখন দেখা য...