You will be redirected to an external website

Jadavpur University: যাদবপুর র‌্যাগিংকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা কলকাতা পুলিশের

Jadavpur-University:-যাদবপুর-র‌্যাগিংকাণ্ডে-১২-জনের-বিরুদ্ধে-চার্জশিট-জমা-কলকাতা-পুলিশের

যাদবপুর র‌্যাগিংকাণ্ডে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট জমা

অভিযোগ উঠেছিল, গত অগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত ছাত্রকে শুধু মানসিক নয়, শারীরিক অত্যাচারও করা হয়েছে। যৌন হেনস্থারও অভিযোগ উঠেছিল।

সূত্রের খবর,সম্প্রতি আলিপুর আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, পকসো এবং র‌্যাগিংয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তদন্তে আরও যদি কিছু উঠে আসে, তাই ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশের আবেদনও করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।

আদালত সূত্রের খবর, হস্টেলে প্রথম দিন থেকে ওই ছাত্রকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, চার্জশিটে জানানো হয়েছে, ওই ছাত্রকে মানসিক বা শারীরিক অত্যাচারে অভিযুক্তদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল। যার ফলেই প্রথম বর্ষের ছাত্র আত্মহত্যার পথ বেছে নেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রের খবর, এখন আদালতে ছুটি থাকায় সেই চার্জশিট বিচারকের হাতে পৌঁছয়নি। সাধারণত, চার্জশিট হাতে পেয়ে প্রথমে তা গ্রহণ (কগনিজেন্স) করেন বিচারক। তারপর শুরু হয় শুনানি। ঘটনার পরে যিনি কলকাতায় গিয়ে এফআইআর করেছিলেন, মৃত ছাত্রের সেই মামা বলছেন, “এখনও ময়না-তদন্তের রিপোর্ট পেলাম না। এ দিকে বলছে আত্মহত্যার প্ররোচনা! 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Priyanka-Gandhi:প্রিয়ঙ্কা-শাহের-বিরুদ্ধে-অভিযোগ-কমিশনে Read Next

Priyanka Gandhi:প্রিয়ঙ্কা-শাহের ব...