You will be redirected to an external website

Chhattisgarh Incident: এনডিএ-র জয়ে আঙুল কেটে মা কালীকে উৎসর্গ করে এলেন বিজেপি সমর্থক!

Chhattisgarh-Incident:-এনডিএ-র-জয়ে-আঙুল-কেটে-মা-কালীকে-উৎসর্গ-করে-এলেন-বিজেপি-সমর্থক!

ছত্তীসগঢ়ের বিজেপি সমর্থক দুর্গেশ পাণ্ডে

ভোটগণনার দিন সকাল থেকে মনমরা হয়ে পড়েছিলেন যুবক। তাঁর পছন্দের দল পিছিয়ে ছিল গণনার প্রাথমিক ‘ট্রেন্ডে’। তখনই মন্দিরে গিয়ে মা কালীর কাছে মানত করে এসেছিলেন। দেবীকে দেওয়া কথা রাখতে সে দিন সন্ধ্যায় এনডিএ-র জয়ের পর নিজের হাতের আঙুল কেটে মন্দিরে উৎসর্গ করে দেন তিনি। 

ঘটনাটি ছত্তীসগঢ়ের বলরামপুর এলাকার। যুবকের নাম দুর্গেশ পাণ্ডে। ৩০ বছর বয়সি ওই যুবক বিজেপির সমর্থক। গত ৪ জুন সকাল থেকে ভোটগণনার ফলাফলের দিকে তিনি নজর রেখেছিলেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে কংগ্রেসকে এগিয়ে থাকতে দেখে মনমরা হয়ে পড়েন। কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ফলাফল দেখে তিনি সকালেই ছুটে গিয়েছিলেন মন্দিরে। গ্রামের যে কালী মন্দিরের উপর সকলের অগাধ আস্থা, সেখানেই গিয়েছিলেন তিনিও।

যুবক পরে জানিয়েছেন, মা কালীর কাছে তিনি বিজেপি এবং এনডিএ-র জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। মানতও করেছিলেন অঙ্গ উৎসর্গ করার। বিকেলের দিকে যখন ‘ট্রেন্ড’ মোটামুটি স্পষ্ট, এনডিএ যখন সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা পেরিয়ে গিয়েছে, তখন আবার তিনি ওই মন্দিরে যান। কিছু না ভেবেই নিজের বাঁ হাতের একটি আঙুল কেটে ফেলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রবিতে-মোদীর-শপথ,-কড়া-নিরাপত্তার-চাদরে-মোড়া-হচ্ছে-রাষ্ট্রপতি-ভবন-সহ-গোটা-রাজধানীকে Read Next

রবিতে মোদীর শপথ, কড়া নির...