গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ডিএ আন্দোলনের মাঝেই জরুরি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুর ৩টে থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারী সংগঠনগুলোকে ডাকা হচ্ছে বৈঠকে। সমস্ত সেক্রেটারিয়েট লেভেলের অফিসারদেরও বৈঠকে ডাকা হয়েছে আগামীকাল। নবান্ন সভা ঘরে হবে এই বৈঠক বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সহ কয়েকটি সংগঠন কে ডাকা হয়েছে বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি কাল ডিএ নিয়ে সবার সঙ্গে কথা বলছি না। কিছু কিছু লোকের সঙ্গে আমি কথা বলব, ওরা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল।” প্রসঙ্গত, এদিন রাজ্য জুড়ে ১ লক্ষ ২৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিপুল এই কর্মসংস্থানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লক্ষাধিক এই নিয়োগের মধ্যে স্কুলে শিক্ষক, শিক্ষিকা, রাজ্য সরকারের গ্রুপ ডি সহ বিভিন্ন দফতরে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।