You will be redirected to an external website

শুভেন্দু প্রমাণ দিতে পারলেই ,মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়!

শুভেন্দু--প্রমাণ-দিতে-পারলেই-,মুখ্যমন্ত্রীর-পদ-থেকে-ইস্তফা-দেবেন-বলে-জানান-মমতা-বন্দ্যোপাধ্যায়!

শুভেন্দু অধিকারীর মন্তব্যের কড়া জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের !

মঙ্গলবার সিঙ্গুরে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী জানান তৃণমূলের সর্বভারতীয়র তকমা চলে যাওয়াতে মূখ্যমন্ত্রী অমিত শাহকে চার বার ফোন করেন ওই বিষয় নিয়ে কথা বলার জন্য এবং এর বিপরীতে মুখ্যমন্ত্রী জানান , এই কথা যদি সত্য হয় তাহলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন । যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে এক বড়োসড়ো বির্তক ।

মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুরে বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘অমিত শাহ না কি গুন্ডা! ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যান্ডের ভোটের পরে আমি ৩ মার্চ অভিযোগ করেছিলাম। বাতিল করুন জাতীয় দলের তকমা। নিয়মের বাইরে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে কালকে গুন্ডা বলেছেন, সেই অমিত শাহ জিকে চার বার ফোন করে পা ধরেছে। বলে, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ পর্যন্ত রাখা যাবে না? অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সুব্রত দাসের মতো নয় ’।

শুভেন্দুর দাবি খারিজ করে বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। আমাকে এতো সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিন রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাখখদ দেবে তো?’

সেই জবাবে শুভেন্দু জানান, টুইটে শুভেন্দু লিখেছেন, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! এর আগে আপনি প্রধানমন্ত্রীকে ‘কিম্ভূত কিমাকার’ বলেছিলেন। এবার সেই অবমাননাকর শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার করেছেন। দিল্লিতে ফোন করার জন্য আপনি একটি ল্যান্ডলাইন ব্যবহার করেছেন। আমি ঠিক সময়মতো তা ফাঁস করব। আগামিকাল মুখের ওপর জবাব পাওয়ার জন্য তৈরি থাকুন’।বৃহস্পতিবার শুভেন্দুর সেই বির্তকের জবাব শোনার টানটান উত্তজনা রয়েছে সকলের মধ্যেই ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

'আমার-হাতে-আংটি-নেই,-ঘামাচি-আছে',-আদালত-চত্বরে-দাঁড়িয়ে-পার্থকে-কটাক্ষ-কুন্তলের! Read Next

'আমার হাতে আংটি নেই, ঘামা...