যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ থেকে ৭ জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন রাজ্য সরকারের। ভাঙর ডিভিশনের উদ্বোধন করেন তিনি। ভাঙর থানা,উত্তর কাশীপুর,চন্দনেশ্বর,পোলেরহাট থানারও উদ্বোধন করেন তিনি। মঞ্চে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ভালবাসতেন। একদিন বললেন, মমতা একটা শোনাবে গো…। আমি ছেড়ে দিয়েছি। কোন ছোটবেলায় শিখেছিলাম। তোমায় কী করে শোনাব। কিছুতেই ছাড়ছেন না। তারপর বললাম ভুলভাল দুলাইন গাইছি। সন্ধ্যাদি বললাম তোমার সুর এত সুন্দর কী করে হল। আমি বললাম ছোটবেলায় গান শিখেছি।আজ নির্মলা মিশ্র বেঁচে নেই। উনি খুব ভালবাসতেন আমায়। নির্মলাদি বসে আছেন। মণি সান্যাল তখন বামফ্রন্ট আমলে ডেপুটি মেয়র ছিলেন কলকাতা পুরসভার। একটা শোকসভা হচ্ছিল চেতলা পার্কে। নির্মলাদিকে শোকের গান গাইতে বলা হল। উনি আমায় খোঁচাচ্ছেন বলছেন বল না কোনটা গাইব। আমি বললাম ভরা থাক গাও, বললেন ওইটা জানি না, তারপর বললেন দাঁড়িয়ে আছ গাইব।
আমার জীবনের আদর্শ স্বামীজীর বই থেকে তৈরি করেছি। আমি একটা বই লিখেছি। দুবছর আগে বই বেরিয়েছে পড়ুয়াদের জানা দরকার স্বাধীনতা সংগ্রামে অনেকের নাম জানি, অনেকের জানি না। মেয়েদের একটা বড় ভূমিকা ছিল। পঞ্চাশজন মহিলাকে নিয়ে একটা বই লিখেছি। নাম মহিয়শি মহিলা নাম বইটার।অনেকে আইন শৃঙ্খলা নিয়ে অনেক কুকথা বলে, আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগে না। কারণ গালাগালি খেতে খেতে আমি অভ্যস্থ। তবে বাংলাকে গালি দিলে আমার গায়ে লাগবে। বাংলাকে কেউ নিচু করলে আমার আপত্তি আছে। ভারতের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা ঘোষিত হয়েছে। কলকাতা বেস্ট সিটি। র্যাগিং নির্মুলে আমরা টোল ফ্রি নম্বর চালু হয়েছে। ১৮০০৩৪৫৫৬৭৮ এটা ২৪ ঘণ্টা খোলা থাকবে।