You will be redirected to an external website

Mamata Banerjee:এপ্রিলের প্রথম সপ্তাহে ফের অনুব্রতহীন বীরভূমে যেতে পারেন মমতা

Mamata-Banerjee:এপ্রিলের-প্রথম-সপ্তাহে-ফের-অনুব্রতহীন-বীরভূমে-যেতে-পারেন-মমতা

বীরভূম জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী

ফের বীরভূম জেলায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে মমতা যেতে পারেন বীরভূমে। সে জেলায় সংগঠনের বিষয়টি খতিয়ে দেখতেই তৃণমূল সুপ্রিমো বীরভূমে যাবেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদি মুখ্যমন্ত্রী বীরভূম সফরের বিস্তারিত সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। দীর্ঘ দিন ধরেই বীরভূম জেলার সংগঠন দেখভাল করতেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

কিন্তু গরু পাচার মামলায় বীরভূমের বেতাজ বাদশা অনুব্রতকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার পর থেকে জেলেই রয়েছেন তিনি। আসানসোল থেকে অনুব্রতকে সম্প্রতি দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি। দিল্লির তিহাড় জেলে বন্দি তিনি। অনুব্রতহীন বীরভূমে দলের সংগঠন নিয়ে তাই চিন্তা বেড়েছে তৃণমূল সুপ্রিমোর। এই পরিস্থিতি তিনি নিজেই সে জেলার সংগঠনের বিষয়ে নজর রাখবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের নীচু তলার ক্ষোভ সামনে এসেছে। এর পাশাপাশি একাংশ দলীয় কর্মীদের বসে গিয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে জেলার পাহাড় প্রমাণ দুর্নীতি মাথা ব্যথার কারণ হয়েছে শাসকের কাছে। তৃণমূলের এই পরিস্থিতির সুযোগ নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি ও বামেরা। তৃণমূল গড় বীরভূমে যাতে বিরোধীরা সুবিধা না পান তা নিশ্চিত করতে চাইছেন মমতা। সে জন্যই নিজের হাতে দলের রাশ রাখতে চাইছেন মমতা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:বৃষ্টি-বাড়বে-দক্ষিণে,-সঙ্গে-বজ্রবিদ্যুৎ-সহ-ঝোড়ো-হাওয়ার-দাপট-চলবে-বুধবার-পর্যন্ত Read Next

Weather:বৃষ্টি বাড়বে দক্ষিণ...