দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি: পিটিআই।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়েই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনির্দিষ্ট ভাবে রেলের সমন্বয়ের দিকে আঙুল তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী। বললেন, ‘‘রেলে মনে হয় সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন। আরও গুরুত্ব দিতে হবে।’’ রেলকে অবহেলা করা হচ্ছে বলেও আঙুল তুলেছেন মমতা। পাশাপাশি, রেলমন্ত্রী থাকাকালীন তিনি কী কী ব্যবস্থা করেছিলেন, সেই প্রসঙ্গও টেনেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। যদিও রেলের তরফে শনিবার দুপুর পর্যন্ত দাবি করা হয়েছে, ২টি ট্রেনের মধ্যে দুর্ঘটনা ঘটেছে। তৃতীয় ট্রেন, অর্থাৎ মালগাড়িটির কথা উল্লেখ করা হয়নি। শনিবার হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে বাহানগার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। পৌঁছন দুপুর সাড়ে ১২টা নাগাদ। তার আগে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রীর সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মমতা। খুঁটিয়ে খুঁটিয়ে জানতে থাকেন দুর্ঘটনা সম্পর্কিত তথ্য। অশ্বিনীর পাশে দাঁড়িয়েই রেলে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তোলেন তাঁর পূর্বসূরি মমতা। বিকেল ৪টের পর রাজ্যে ফেরেন মুখ্যমন্ত্রী।