You will be redirected to an external website

Mamata Banerjee: মঙ্গলে 'ইন্ডিয়া' বৈঠক, বুধে মোদির সঙ্গে সাক্ষাৎ!

Mamata-Banerjee:-মঙ্গলে-'ইন্ডিয়া'-বৈঠক,-বুধে-মোদির-সঙ্গে-সাক্ষাৎ!

তিনটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চারদিনের দিল্লি সফরে তিনটি বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সূচি চূড়ান্ত হল। আগামীকাল দুপুর তিনটের সময় বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মঙ্গলবার দুপুর তিনটের সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১১ টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওইদিন বিকেল চারটের সময় দিল্লি বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় তুলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তুলতে পারেন বলে খবর। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৭ তারিখে দিল্লি যাব। বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছে। সেটা ফিরিয়ে নিতে যাব। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kolkata-Metro:-ফের-মেট্রো-বিভ্রাট!-দক্ষিণেশ্বর-দমদম-পর্যন্ত-বন্ধ-পরিষেবা Read Next

Kolkata Metro: ফের মেট্রো বিভ্রাট...