You will be redirected to an external website

আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী,প্রচারের শুরুতেই কী বার্তা তৃণমূল সুপ্রিমোর?

কোচবিহারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার কোচবিহারে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচনে প্রচার। রবিবার বিকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কোচবিহার শহরে। রাতে ছিলেন শহরের একটি হোটেলে। সোমবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে। পঞ্চায়েত নির্বাচনের প্রথম জনসভা মুখ্যমন্ত্রীর। প্রথম এই সভা থেকে কর্মীদের কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে কোচবিহার তথা বাংলার মানুষ। 

সভা মঞ্চের পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। যে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সোমবার মুখ্যমন্ত্রীর সভা সেই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এলাকায় জয়ী হয়েছে গেরুয়া শিবির। সেই এলাকাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এরপরে কোচবিহার থেকে জলপাইগুড়িতে যাবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই বিষয়ে একটি কথা উল্লেখ্য, এর আগে গত এক দশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামতে দেখা যায়নি। গত পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালে কোচবিহারে ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শাসকদলের দখলে গিয়েছিল ১২৬টি।  তবে মাঝের বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা মাটি শক্ত  করেছিল বিজেপি। বাইশের পঞ্চায়েতে ‘১৮-র প্রতিচ্ছবিই দেখতে চাইছে শাসকদল। তাই দলের সুপ্রিমো উত্তর থেকেই শুরু করলেন প্রচার। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

Flash Flood: বৃষ্টিতে হড়পা বান ...