You will be redirected to an external website

Rath Yatra : ইস্কনের রথযাত্রায় মঙ্গল আরতি মুখ্যমন্ত্রীর

Rath-Yatra-:-ইস্কনের-রথযাত্রায়-মঙ্গল-আরতি-মুখ্যমন্ত্রীর

ইস্কনের রথযাত্রায় মঙ্গল আরতি মুখ্যমন্ত্রীর

আজ রথযাত্রা উৎসব। ইস্কন মন্দির,কলকাতা প্রতি বছরের মত এই বছর রথযাত্রার উৎসব পালন করল।ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসবের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কের কাছে ৩C,অ্যালবার্ট রোডের (উত্তম কুমার সরণি) ইসকন মন্দিরে দুপুর ১টায় রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।প্রথা মেনে মুখ্যমন্ত্রী জগন্নাথের মঙ্গল আরতি করেন। তাঁকে ফুল প্রদাণ করেন। তারপর তাঁকে রথের পুজো শেষ করে সকলের সঙ্গে রথের দড়ি টানতে দেখা যায়।

তাঁর সঙ্গে রথযাত্রার উৎসব শামিল হয়েছিলেন নৃত‍্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান এবং বাঁকুড়ার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।সমানেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সেই সব পরিস্থিতির কথা মাথায় রেখে মঞ্চ থেকেই রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, ‘দেব দেবীর মধ্য দিয়ে আমাদের মনের বঞ্চনা, সব দুঃখ দেবতার চরণে অর্পণ করি। রথে ওঠার আগে দ্বৈত পতি ফোন করেছিল। জগন্নাথ যদি চায় আগামী বছরে দিঘা তে বড় রথ যাত্রা করব আমরা।’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Heatwave:-১৫-থেকে-১৮-জুন,-উত্তরপ্রদেশে-চার-দিনে-মৃত্যু-৬৮-জনের,তাপপ্রবাহই-কারণ? Read Next

Heatwave: ১৫ থেকে ১৮ জুন, উত্তর...