You will be redirected to an external website

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর,ইমামদের ভাতা বেড়ে হল ৩০০০ টাকা! মোয়াজ্জেমদের ২০০০!

বড়-ঘোষণা-মুখ্যমন্ত্রীর,ইমামদের-ভাতা-বেড়ে-হল-৩০০০-টাকা!-মোয়াজ্জেমদের-২০০০!

নেতাজি ইনডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেতাজি ইনডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্যের ইমাম সংগঠনগুলি নিয়ে আয়োজন করে একটি সমাবেশের। সেই অনুষ্ঠান থেকেই ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার। ৫০০ টাকা বাড়ল মোয়াজ্জেম-ইমাম ও পুরোহিতদের ভাতা। মমতা বলেন, “আমার ক্ষুদ্র সামর্থ। তার মধ্যেই আমি বলছি, ওয়াকফকে বলব, ইমামদের ও মোয়াজ্জেমদের জন্য ৫০০ টাকা বাড়ালাম। পুরোহিতদের জন্য বাড়ালাম ৫০০ টাকা।”

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

১২০০-ফুট-উঁচুতে-ছয়-শিশু-সহ-আট-যাত্রীকে-নিয়ে-থমকে-গেল-‘কেব্‌ল-কার’! Read Next

১২০০ ফুট উঁচুতে ছয় শিশু-স...