You will be redirected to an external website

Chirag Paswan: বৈঠকের পরই এনডিএ-তে যোগদান চিরাগের, স্বাগত জানালেন নাড্ডা

Chirag-Paswan:-বৈঠকের-পরই-এনডিএ-তে-যোগদান-চিরাগের,-স্বাগত-জানালেন-নাড্ডা

বৈঠকের পরই এনডিএ-তে যোগদান চিরাগের

এনডিএ-তে যোগ দিলেন লোক জনশক্তি পার্টি -র সভাপতি চিরাগ পাসওয়ান। দিল্লিতে NDA বৈঠকের আগেই বিজেপি নেতৃত্বাধীন এই শিবিরে যোগদান করলেন তিনি। রামবিলাস-পুত্রকে দলে এনডিএ পরিবারে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। তিনিই চিরাগ পাসওয়ানের এনডিএ-তে যোগদানের কথা টুইট করে ঘোষণা করেছেন।

চিরাগ পাসওয়ান সোমবার দুপুরেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন এবং মঙ্গলবার এনডিএ বৈঠকে যোগ দেবেন বলে আগেই জানা গিয়েছিল। তারপর সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই তিনি গেরুয়া শিবিরে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, রামবিলাস পাসওয়ানের লোকসভা কেন্দ্র হাজিপুর থেকে চিরাগ পাসওয়ান প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বর্তমানে ওই কেন্দ্রের সাংসদ তাঁর কাকা পশুপতি কুমার পরস। তিনি এই কেন্দ্র ছাড়তে নারাজ। এটা নিয়ে দীর্ঘদিন ধরেই কাকা-ভাইপোর মধ্যে বিরোধ চলছে। চিরাগ পাসওয়ান সেই প্রসঙ্গও শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন। হাজিপুর কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, কাকা-ভাইপোর বিরোধ মিটিয়ে এলজেপি-র হাত ধরে নীতীশ কুমারকে জোর ধাক্কা দিতে তৎপর হয়েছে বিজেপি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

PM-Modi:-মোদী-বিরোধী-জোট-নিয়ে-সরব-প্রধানমন্ত্রী,-বৈঠককে-কটাক্ষ-করলেন-প্রধানমন্ত্রী-মোদী Read Next

PM Modi: মোদী-বিরোধী জোট নিয়ে ...