You will be redirected to an external website

কবে থেকে শুরু হবে বৃষ্টি ? জেনে নিন কী বলছে আবহবিদরা!

কবে-থেকে-শুরু-হবে-বৃষ্টি-?-জেনে-নিন-কী-বলছে-আবহবিদরা!

আকাশে মেঘ জমা শুরু ! সংগৃহীত ছবি

নববর্ষের সকাল থেকেই আকাশে মেঘ জমে রয়েছে যার ফলে গরমের অস্বতি আরও প্রখর । কয়েকদিন ধরেই 
বেলা বাড়ার সাথে সাথে যে বেশ ঝড়ো হাওয়া চলে কিন্তু শনিবার থমথমে হয়ে রয়েছে চারিদিক । পরিবেশ জুড়ে রয়েছে গুমোট ভাব যা কিনা আরও বাড়িয়ে তুলেছে গরমের উসকানিকে । 

দক্ষিণবঙ্গের  সব জায়গাই শুকনো খটখটে। এপ্রিলের শুরু থেকেই এই ছবি পরিস্ফটিত হচ্ছে  বরং তাপপ্রবাহ, বিচ্ছিরি গরমে মানুষ একেবারে হিমশিম খাচ্ছে । হাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির জন্য বঙ্গোপসাগর থেকে দখিনা-পুবালি বাতাস বয়ে আসা দরকার। মার্চ, এপ্রিলে সে বাতাস মেলেনি। উল্টে দখিনা-পশ্চিমী বাতাস বয়েছে। যা সরাসরি উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে সেখানেই বৃষ্টিপাত ঘটিয়েছে। 

সকাল থেকে মেঘের ঘনঘটা লক্ষ করা গেলেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর । 
শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস । দিনের ভাগে এরকম একটা ভাপসানি গরমের সৃষ্টি হলেও রাত্রে অনেকটাই তাপমাত্রা নামবে বলে আশঙ্কা করছেন আবহবিদরা । শনি ,রবিবার বৃষ্টির সম্ভবনা না থাকলেও সোমবার কিছু কিছু জেলায় আংশিক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে  এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

তৃণমূলের-প্রাক্তন-ব্লক-সভাপতির-বাড়ি-আশ্রমে-CBI,-বিভাসের-খোঁজে-গোয়েন্দারা-! Read Next

তৃণমূলের প্রাক্তন ব্লক ...