You will be redirected to an external website

Sandeshkhali: একের পর এক ভাইরাল ভিডিয়ো, সন্দেশখালি নিয়ে কী বললেন মোদী?

Sandeshkhali:-একের-পর-এক-ভাইরাল-ভিডিয়ো,-সন্দেশখালি-নিয়ে-কী-বললেন-মোদী?

অর্জুন সিংয়ের প্রচারে এসে মোদী মুখ খোলেন সন্দেশখালি নিয়ে

সেই ৫ই জানুয়ারি থেকে সংবাদ শিরোনামে সন্দেশখালি। এতগুলো দিন কেটে যাওয়ার পরও কোনও হেরফের নেই। সম্প্রতি সন্দেশখালিতে একের পর এক ভিডিয়ো ভাইরালের ঘটনা ঘটেছে। যেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের নাম জড়িত থাকায় নির্বাচনের আগে কিছুটা হলেও ব্যাকফুটে পড়তে হয়েছে বিজেপিকে। রবিবারও ফের সামনে আসে সন্দেশখালির অপর একটি ভাইরাল ভিডিয়ো। 

আজ অর্জুন সিংয়ের প্রচারে এসে মোদী মুখ খোলেন সন্দেশখালি নিয়ে। বলতে গিয়ে তিনি বলেন, “সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে। এখানকার অভিযুক্তদের প্রথমে তৃণমূল বাঁচাল। এখন ওরা নতুন খেলা খেলছে।” মোদীর দাবি, তৃণমূল চেষ্টা করছে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচাতে এখনও চেষ্টা করে চলেছে তৃণমূল। আজ প্রধানমন্ত্রী বলছেন, “ওইখানকার গুন্ডারা মহিলাদের ভয় দেখাচ্ছেন। কারণ অভিযুক্ত শেখ শাহজাহান। 

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালিতে উত্তপ্ত হয়েছে। সেখানকার তৃণমূল নেতার আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভান্ডার। তার উপর আবার কয়েকদিন আগে বিজেপি নেতা গঙ্গাধর কয়াকে বলে শোনা গিয়েছে, সন্দেশখালিতে হওয়া মহিলাদের উপর শারীরিক নিগ্রহ পুরোটাই সাজানো। এই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে তৃণমূল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Hooghly:-‘ব্যথা-করবে,-হাত-নামান’,-হুগলীর-সভায়-হঠাতই-মা-কে-পেলেন-মোদী Read Next

Hooghly: ‘ব্যথা করবে, হাত নামা...