বঙ্গে এসে মমতা-বন্দনা জনপ্রিয় বলি অভিনেত্রীর
শনিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও পালিত হয়েছে খুশির ইদ। এই বিশেষ দিনে বর্ধমান পুরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলার প্রদীপ রহমানের উদ্যোগে আয়োজিত 'সম্প্রীতির শোভাযাত্রা'-য় অংশগ্রহণ করেন বিখ্যাত বলিউড অভিনেত্রী মন্দাকিনী। তাঁর অভিনীত 'রাম তেরি গঙ্গা ময়লি' ছবিটি আজও দর্শক ভুলে যাননি।
পবিত্র ইদের অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় বলিউড অভিনেত্রীর মুখে। হুড খোলা জিপে চেপে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মন্দাকিনী। শোভাযাত্রাটি গোলাহাট থেকে বিসি রোড হয়ে কার্জনগেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় মন্দাকিনী ছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার কাউন্সিলার প্রদীপ রহমানও।
এক সময় বি-টাউনে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। রাম তেরি গঙ্গা ময়লি ছবিতে তাঁর সাহসী অভিনয় নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছিল। এদিন মন্দাকিনী ওরফে ইয়াসমিন জোসেফর বর্ধমান সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাহসী নায়িকাকে দেখতে রীতিমতো রাস্তায় ঢল নামে সাধারণ মানুষের। কোথাও যাতে কোনও অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেই জন্য ব্যাপক পুলিশও মোতায়েন করা হয়। সেখানে সাধারণ মানুষকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মন্দাকিনী বাংলায় কথা বলেন। তিনি বলেন, "আপনাদের সবাইকে ইদের শুভেছ্চা। আপনারা নিশ্চয়ই ভালোভাবে ইদ উদযাপন করছেন। আগামী দিনে আপনাদের ভালো হোক, এই কামনা করি। আমি তোমাকে ভালোবাসি।"
অন্যদিকে গতকাল রেড রোডে ইদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সেখান থেকে রিজওয়ানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। এদিন ফের একবার এনআরসি প্রসঙ্গে মুখ খুলে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "আবার এনআরসি নিয়ে আলোচনা চলছে। দেশের যেখানেই হোক এখানে আমি কোনওভাবেই এনআরসি চালু করতে দেব না।"