You will be redirected to an external website

Gas Cylinder: এ বার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দামও কমল বেশ খানিকটা

Gas-Cylinder:-এ-বার-১৯-কেজির-বাণিজ্যিক-গ্যাসের-দামও-কমল-বেশ-খানিকটা

বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমানো হল

১৯ কেজির বাণিজ্যিক গ্যাস এবং পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম কমল। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। 

সোমবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৬৪.৫০ টাকা। মার্চ মাসে এই গ্যাসের দাম দিল্লিতে ছিল ১,৭৯৫ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। মার্চে যা ছিল ১,৯১১ টাকা। মুম্বইয়ে ওই সিলিন্ডার মিলছে ১,৭১৭.৫০ টাকায়। মার্চে তার দাম ছিল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৩০ টাকা। মার্চে দাম ছিল ১,৯৬০ টাকা।

শেষ বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল গত জানুয়ারি মাসে। ৩৯.৫০ টাকা দাম কমানো হয়েছিল। তার পর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পর পর দু’বার বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হয়। মার্চে এই গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তার পর আবার ১ এপ্রিল দাম কমল। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রীয় তৈল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের সঙ্গে হিসাব করে দেশে গ্যাসের দাম হ্রাস বা বৃদ্ধি করে থাকে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ভয়ঙ্কর-গরম,-পুড়বে-চামড়া,-বইবে-লু,-৯০-দিন-জ্বলে-পুড়ে-একাকার! Read Next

ভয়ঙ্কর গরম, পুড়বে চামড়...