You will be redirected to an external website

আহতদের দেখতে SSKM-এ মমতা, নিজ হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য

আহতদের-দেখতে-SSKM-এ-মমতা,-নিজ-হাতে-তুলে-দিলেন-আর্থিক-সাহায্য

আহতদের দেখতে SSKM-এ মমতা

আহত দলীয় কর্মীদের দেখতে এসেছিলেন তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা বলেন আহত কর্মীদের সঙ্গে। মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। আহতদের হাতে এদিন সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণের টাকাও তুলে দেন মমতা। চিকিৎসার জন্য তাঁদের যা প্রয়োজন তা সবই দেওয়া হবে বলে এদিন আশ্বাস দেন মমতা। 

প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের নানা প্রান্ত। দিনহাটা থেকে নাটাবাড়ি, মোহনপুর থেকে আরামবাগ, মাথাভাঙা থেকে খড়গ্রাম, ব্যাপক সংঘর্ষ হয় শাসক ও বিরোধীদের মধ্য়ে। অসমর্থিত সূত্রে খবর, খবর ভোট হিংসায় এখনও পর্যন্ত রাজ্যে বলি হয়েছেন কমপক্ষে ৫৭ জন। এদিকে ভোট সন্ত্রাসে মৃতদের পরিবারে জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছেন মমতা।

নন্দীগ্রামে আহত হয়েছেন তৃণমূলের বেশ কয়েছেন। আহত হয়েছেন ভাঙড়েরও বেশ কিছু তৃণমূল কর্মী। হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্যের নানা প্রান্তে। তাঁদের মধ্যে অনেকেই ভর্তি রয়েছেন এসএসকেএমে। এদিন তাঁদেরই দেখতে হাসপাতালে যান মমতা। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ-খবর নেন আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়েও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এসএসকেএমে গিয়ে ভোট সন্ত্রাসে আহতদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের তালিকা নিয়ে ফেরেন অভিষেক। সেই তালিকা মমতার হাতেও তুলে দেবেন বলে জানিয়ে ছিলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

21শে-জুলাই-শহীদ-দিবসকে-সফল-করতে-রানিগঞ্জে-তৃণমূল-কংগ্রেসের-পক্ষ-থেকে-র‌্যালি-অনুষ্ঠিত-হয় Read Next

21শে জুলাই শহীদ দিবসকে সফ...