You will be redirected to an external website

Mamata Banerjee: ভোট হিংসায় নিহত ১৯, দাবি মমতার! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ

Mamata-Banerjee:-ভোট-হিংসায়-নিহত-১৯,-দাবি-মমতার!-মৃতদের-পরিবারকে-ক্ষতিপূরণ

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির ঘোষণা

পঞ্চায়েত নির্বাচন পর্বে হিংসায় নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নিহতদের পরিবারের সদস্যদের পুলিশে হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। এ দিন নবান্ন থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোট হয়েছে ৭১ হাজার বুথে৷ আর গন্ডগোল হয়েছে সাতটা বুথে৷ যাঁঁরা মারা গেছেন তাঁদের জন্য আমি দুঃখিত৷ ১৯ জন মারা গিয়েছেন৷ তার মধ্যে ১০ জনই আমাদের৷ মৃতদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দেব৷ হোমগার্ডের চাকরিও দেওয়া হবে৷ মৃতরা পরিস্থিতির শিকার৷’

মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক হিংসা এবং খুনের মতো ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে৷ মমতা বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যাঁরা অপরাধী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mamata-Banerjee:-'৫টা-সার্জারি-হয়েছে',-পায়ের-চোট-নিয়ে-নবান্নে-মুখ-খুললেন-মমতা Read Next

Mamata Banerjee: '৫টা সার্জারি হয়েছ...