You will be redirected to an external website

Dengue: ডেঙ্গিতে আবার মৃত্যু কলকাতায়, আতঙ্ক সৃষ্টি করছে ম্যালেরিয়াও

Dengue:-ডেঙ্গিতে-আবার-মৃত্যু-কলকাতায়,-আতঙ্ক-সৃষ্টি-করছে-ম্যালেরিয়াও

মেয়রের কাছে মশার উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান

হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গি হেমারেজ়িক ফিভারে আক্রান্ত হয়ে শকে চলে গিয়েছিলেন অণিমা। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। সরকারি ভাবে আক্রান্ত বা মৃতের কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে বেসরকারি সূত্র অনুযায়ী, এই নিয়ে গত কয়েক দিনে রাজ্যে মশাবাহিত ওই রোগে মৃতের সংখ্যা হল আট। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার মেয়রও প্রতিনিয়ত বৈঠকে বসছেন। একের পর এক নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর।

এ দিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে একাধিক নাগরিক মেয়রের কাছে মশার উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান। উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতার অভিযোগকারীদের সংখ্যাই ছিল বেশি। অনুষ্ঠান শেষে মেয়র জানান, শহরে অনেক বাড়ি তালাবন্ধ পড়ে থাকে। সেখানে পুরসভা সহজে ঢুকতে পারে না। বহু জমির মালিককেই খুঁজে পাওয়া যায় না। আবার সেখানে লোকেরা ময়লাও ফেলেন। ওই সমস্ত জায়গায় মশার উপদ্রব বাড়ছে। পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কলকাতায় নির্দিষ্ট কোনও ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সে ভাবে বাড়ছে না বলেও দাবি করে মেয়র বলেন, ‘‘বিভিন্ন পুর স্বাস্থ্য ক্লিনিকে দু’-চার জনের আক্রান্ত হওয়ার খবর আসছে। 

ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা কর্তাদের নির্দেশ দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার দু’দফার বৈঠকের পরে শুক্রবার ফের এক বার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পরিচ্ছন্নতা থেকে চিকিৎসা পরিকাঠামো— সব ক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া বিধিগুলি যাতে ঠিক ভাবে পালন করা হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সে কথাও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শ্বাসকষ্টের-সমস্যা-বৃদ্ধি-পেতে-থাকে-বুদ্ধদেব-ভট্টাচার্যের,ভেন্টিলেশনে-চলবে-যুদ্ধ-... Read Next

শ্বাসকষ্টের সমস্যা বৃদ্...