১১৩ আসনে এগিয়ে কংগ্রেস ! সংগৃহীত ছবি
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে সিংহভাগ সংস্থা বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল। এখন পর্যন্ত প্রাপ্ত প্রবণতা অনুসারে, কংগ্রেস ১১৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৮০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। আজ সকাল ১০ টায় প্রাপ্ত প্রবণতা অনুসারে, কংগ্রেস ১১৪টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে বিজেপি ৮৭টি আসনে এগিয়ে রয়েছে।
শিগগাঁও আসনে এগিয়ে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। বিজেপি প্রার্থী অভয় পাটিল বেলগাভি দক্ষিণ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বী থেকে ৫১৭৮ ভোটে এগিয়ে রয়েছেন।
বিজেপির মন্ত্রী ভি সোমান্না চামরাজানগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী পুত্ররাংশেট্টিকে ২,৩৪১ ভোটে পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এছাড়াও বেল্লারি নির্বাচনী কেন্দ্রে পরিবহণ মন্ত্রী বি শ্রীরামুলু তাঁর এক সময়ের ঘনিষ্ঠ কংগ্রেসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বি নগেন্দ্রকে পিছনে ফেলেছেন। কিট্টুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী বাবাসাহেব পাতিল বিজেপি বিধায়ক মহন্তেশ দোদাগৌদারের থেকে ৩৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।
বিজেপি মন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র তীর্থহল্লি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী কিমানে রত্নাকরের থেকে ১৮৪ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও রায়বাগ কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্যোধন আইহোল এবং নির্দল প্রার্থী তথা প্রাক্তন আইএএস শম্ভু কালোলিকারের মধ্যে কঠিন লড়াই দেখা যাচ্ছে।