২৯০ কোটি টাকা উদ্ধারে ব্যাখ্যা তলব কংগ্রেসের
এখনও পর্যন্ত ২৯০ কোটিরও বেশি টাকা আয়কর বিভাগ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। দেশে আয়কর হানায় এত বিপুল পরিমাণ অর্থ আগে কখনও উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর। আর এই বিষয়টি নিয়েই কংগ্রেসকে আক্রমণের ধার বাড়িয়েছে বিজেপি। কংগ্রেসের পাশাপাশি ওড়িশার বিজেডি নেতৃত্বকেও নিশানা করতে ছাড়েনি তারা।
এই আয়কর হানার দু’দিন পরেই বিষয়টি নিয়ে এক্স-হ্যান্ডলে মুখ খুলে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুরেই বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির নানা স্তরের নেতারা কংগ্রেসকে আক্রমণ করেছেন। নড্ডা এক্স-হ্যান্ডলে কংগ্রেস সাংসদের উদ্দেশে লিখেছেন, ‘আপনাকে এবং আপনার নেতা রাহুল গান্ধী— উভয়কেই জবাবদিহি করতে হবে। এ’টি নতুন ভারত। এখানে রাজপরিবারের নামে জনগণকে শোষিত হতে দেওয়া হবে না।’’
দলের রাজ্যসভার সাংসদের বাড়ি-অফিস থেকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় তুমুল অস্বস্তিতে কংগ্রেস। দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ধীরজ সাহুর থেকে দূরত্ব বাড়িয়েছেন। পাশাপাশি দলের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এত পরিমাণ টাকা জমা করার বিষয়টি ওই সাংসদকেই ব্যাখ্যা করতে হবে। ইতিমধ্যেই তাঁর কাছে জবাবদিহি চেয়েছে দল। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এক্স-হ্যান্ডলে লিখেছেন, ‘কংগ্রেস কোনও ভাবেই সাংসদ ধীরজ সাহুর ব্যবসার সঙ্গে যুক্ত নয়। এক মাত্র তিনিই ব্যাখ্যা করতে পারেন এবং তাঁর ব্যাখ্যা করা উচিত, কী ভাবে এই বিপুল পরিমাণ নগদ আয়কর কর্তৃপক্ষ তাঁর সম্পত্তি থেকে উদ্ধার করল।’ একই সুরে আর এক কংগ্রেস নেতা সুবোধ কান্ত সহায় বলেন, “আমরা বহু বছর ধরেই শুনে আসছি, ওঁরা মদের ব্যবসা চালান এবং বস্তা বস্তা টাকা উপায় করেন।