রাত হয়ে যাওয়ার পরও চলছে সেই তল্লাশি।
সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও চলছে সেই তল্লাশি। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ বিধায়কের বাড়ি থেকে বের হন গোয়েন্দারা। তদন্তকারীদের সঙ্গে তিনিও গাড়িতে রওনা হন।প্রায় ২৮ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এখনও IT অফিসারদের লাগাতার তল্লাশি-জিজ্ঞাসাবাদ চলছে কৃষ্ণকল্যাণীকে।মূলত তারা অয়েল মিলের অফিসের বিভিন্ন টাকা লেনদেনের নথি খতিয়ে দেখছেন। তবে কিছু উদ্ধার হয়েছে কি না তা এখনো পরিস্কার নয়। আধিকারিকদের গাড়ি বেরলেও তাতে কিছু ছিল না।
গতকালের পর আজও শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।২৪ ঘণ্টা ধরে তল্লাশি চলছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নারোই এলাকার কৃষ্ণ কল্যাণীর অয়েল মিলে। গতকাল সকাল সাড়ে আটটা থেকে আয়কর দফতরের পক্ষ থেকে শুরু হয় তল্লাশি। যা এদিনও চলছে।একদিন কেটেছে এখনও চলছে তল্লাশি। আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলল কৃষ্ণকল্যাণীর বাড়ি।”
বুধবার: সন্ধে ৬ টা নাগাদ আরও একজন আধিকারিক পৌঁছে যান তাঁর বাড়িতে। সঙ্গে আসেন আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। পরে রাত আরও বাড়তে, প্রায় সাড়ে আটটা নাগাদ আরও তিনজন অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পৌঁছে যান বিধায়কের বাড়িতে।গতকাল জেলা তৃণমূলের সহ-সভাপতি অরিন্দম সরকার বলেন, “দেশজুড়ে রাষ্ট্রশক্তির অপব্যবহার চলছে। শুধু পশ্চিমবঙ্গে নয়। গোটা দেশে যারা বিরোধী দল করেন, বিজেপি বিরোধী মতামত প্রকাশ করেন তাঁদের সবার বিরুদ্ধে এই ধরনের রাষ্ট্রশক্তির অপব্যবহার চলছে।”