পুলিশের সঙ্গে বির্তকে অমিতাভ ! সংগৃহীত ছবি
মুম্বইয়ের রাস্তায় বিনা হেলমেটে বাইকে বসে ছুটে চলেছিলেন বিগ বি। এই নিয়ে উত্তাল হয়ে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একটা বড় অংশ অভিযোগ করে, বিগ বি এটা অত্যন্ত অন্যায় করেছেন।অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইল এর ক্যাপশনে লেখা, ‘গ্রেফতার’। এর পরেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই ট্র্যাফিক আইন ভাঙার জন্য বড় খেসারত দিতে হল তাঁকে? জেনে নিন সত্যিটা। দিন কয়েক আগেই এক বাইক আরোহীর পিছনে চেপে একটি ছবি পোস্ট করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “এই রাইডের জন্য ধন্যবাদ বন্ধু ।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই টুইটারে একটি পেজের তরফে মুম্বই পুলিশকে ছবি দুটো ট্যাগ করা হয়। বিনা হেলমেটে যাত্রার জন্য যাতে অমিতাভের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই আর্জিও জানানো হয়।মুম্বই পুলিশও তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, তাঁরা বিষয়টি ট্রাফিক ব্রাঞ্চের সঙ্গে শেয়ার করেছে। অমিতাভের এই বাইক সওয়ারি নিয়ে যখন ট্রোলের বন্যা বইছে তখন অভিনেতা জানান, রবিবার মুম্বইয়ের একটি ফাঁকা রাস্তায় শ্যুটিং করছিলেন । ব্যালার্ড এস্টেটের একটি গলিতে শ্যুটিংয়ের জন্য অনুমতিও নেওয়া হয়েছিল। ওই দিন সমস্ত অফিস বন্ধ থাকে। রাস্তায় ভিড়ও অনেক হয়। এমনকী যে পোশাকটি পরেছিলেন সেটাও চরিত্রেরই প্রয়োজনে।
অমিতাভ জানান, তিনি যে বাইকে চেপেছিলেন তা চলছিল না। আর সামনের মানুষটি সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ধন্যবাদ ভাই…তোমায় চিনি না…কিন্তু সাহায্য করলে আর আমায় লোকেশনে পৌঁছে দিলে…এই নাছোরবান্দা জ্যামের এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে এলে…হলুট টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।”