দিলীপ ঘোষকে ঘিরে বিতর্ক । সংগৃহীত ছবি
সুকান্ত বললেন, ‘যদি ওনাদের মনে হয়, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ প্রসঙ্গত, দিলীপ ঘোষকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয় রবিবার। জঙ্গলমহল এলাকায় এক দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পথ আগলে দাঁড়ান কুড়মি আন্দোলনকারীদের একাংশ।
কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সোমবার সকালে খড়গপুরে চা চক্রে তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে তারা রিজাইন করাকে ।
পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চেয়ে নেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসলে সামনে পঞ্চায়েত নির্বাচন। আবার বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দুটি নির্বাচনেই প্রভাব পড়তে পারে। এই আবহে দিলীপ ঘোষ বলেন, ‘যে অন্যায় করে সে ক্ষমা চায়। আমি করিনি। ওরা আমার রাস্তা ঘেরাও করেছে। আমার বাড়ি এসেছে। দীর্ঘদিন ধরে তৃণমূল আমার পথ আটকে গাড়ি ভাঙচুর করেছে। পার্টি অফিস ভাঙচুর করেছে। আজকে কুড়মি আন্দোলনের কিছু লোক ইচ্ছাকৃতভাবে একই কাজ করছে।