You will be redirected to an external website

LPG Cylinder: ৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার! মধ্যপ্রদেশে ঘোষণা মুখ্যমন্ত্রী শিবরাজে

LPG-Cylinder:-৪৫০-টাকায়-মিলবে-রান্নার-গ্যাসের-সিলিন্ডার!-মধ্যপ্রদেশে-ঘোষণা-মুখ্যমন্ত্রী-শিবরাজে

৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার!

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর এবং তার পরে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ এবং ‘মুখ্যমন্ত্রী লাডলি বহেনা’ প্রকল্পে নাম নথিভুক্ত যে ব্যক্তিরা গৃহস্থালীতে ব্যবহার্য রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছেন, তাঁরা সকলেই এই সরকারি ভর্তুকি পাবেন।

প্রসঙ্গত, অগস্ট মাসেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। বিরোধীদের দাবি, পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট এবং আগামী বছরের লোকসভা ভোটকে নিশানা করেই এই পদক্ষেপ।

শিবরাজ সরকার জানিয়েছে, কেন্দ্রীয় ভর্তুকি যাঁরা পাবেন তাঁদেরও রাজ্য সরকারের দেওয়া সুবিধা পেতে সমস্যা হবে না। সকলেই ৪৫০ টাকাতেই রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে ‘ভোটের অঙ্ক কষেই’ সে রাজ্যের বিজেপি সরকারের এই পদক্ষেপ বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Asia-Cup-2023:-বাংলাদেশের-বিরুদ্ধে-গুরুত্বহীন-ম্যাচেও-বৃষ্টির-ভ্রুকুটি Read Next

Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্...