মিড ডে মিল নিয়েও দুর্নীতি রাজ্যে! সংগৃহীত ছবি
পড়ুয়া দের খাবারেও চলছে দুর্নীতি । এমনিই অভিযোগ দায়ের করেন কেন্দ্রীয় সরকার । স্কুলের মিড ডে মিলে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বাংলার বিরুদ্ধে সেই নিয়ে রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু এই অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে অভিযোগ করছে রাজ্য সরকার । এই রির্পোট তৈরীতে রাজ্য এবং কেন্দ্র উভয়েরই নির্দেশিকার ওপর ভিত্তি করেই রির্পোট পেশ করা হয় কিন্তু রাজ্যসরকারকে কোনো কিছু না জানিয়েইএই রির্পোট পেশ করা হয়েছে ।
শিক্ষা মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে রাজ্য। কেন্দ্রকে পেশ করা শিক্ষা মন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট বলছে, গতবছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়।
কেন্দ্রের পর্যবেক্ষক দল এ রাজ্যে মিড ডে মিল প্রকল্পের পরিকাঠামো, পরিষেবা প্রদানকারী এজেন্সি, সরকারের তরফে স্কুলগুলিকে দেওয়া অর্থ, রাজ্য-জেলা এবং ব্লক স্তরের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি খতিয়ে দেখে। মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় সামগ্রী রাজ্যের তরফে স্কুলগুলিতে কী ভাবে পাঠানো হয়, সেই প্রক্রিয়াও খুঁটিয়ে দেখেন তাঁরা। মিড ডে মিলের কিচেন, রান্নার সামগ্রীও সরেজমিনে পরীক্ষা করে দেখা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য, খাবার সামগ্রী নষ্ট, চাল-চাল এবং সবজির মূল্য-পরিমাণ সবটাই পরখ করে দেখেন এই পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। কোনও মেয়াদ উত্তীর্ণ খাবারের সামগ্রী মিড ডে মিলে ব্যবহার হচ্ছে কি না, তাও দেখেছে পর্যবেক্ষক দল। রাজ্যের তরফে জানানো হয়েছিল ৯৫ শতাংশ পড়ুয়াদের মিডডে মিল দেওয়া হয় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ৬০থেকে ৮৫ জন পড়ুয়া দের মিডডে মিল দেওয়া হয় ।